• Tue. Dec 24th, 2024

অশান্তির জেরে শাশুড়িকে খুন করে আত্মসমর্পণ গৃহবধুর।

BySS Bangla News

Apr 24, 2024

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সপা রায়পুরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকাল আনুমানিক সোয়া ছটা নাগাদ ভারতী নস্কর(৫২) নামে এক গৃহবধূ মহেশতলা থানায় এসে কর্তব্যরত ডিউটি অফিসার কে জানায় সে তার শাশুড়িকে খুন করেছে। পুলিশকে ভারতী জেরায় জানিয়েছে যমুনা নস্কর নামে ৭৬ বছর বয়সী তার শাশুড়ির সঙ্গে প্রায়শই বিবাদ লেগেই থাকতো। আজ সকালে সেই ঝগড়া তুমুল আকার নেয়। মহেশতলা থানার পুলিশ সপা রায়পুরের বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভারতী নস্করের স্বামী গোপাল নস্করের কথা অনুযায়ী নিঃসন্তান দম্পতির পরিবারে স্বামী স্ত্রী এবং মা ছাড়া আর কেউই থাকত না। গোপাল বাবু বেসরকারি ব্যাটারি ফার্মে কাজ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, খুনের প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন