• Thu. Dec 26th, 2024

আগামী কাল হোলি ঠিক তার আগের দিন বসন্ত উৎসব রঙ্গিলা অনুষ্ঠিত হয়ে গেল ।

BySS Bangla News

Apr 19, 2024

আগামী কাল হোলি ঠিক তার আগের দিন বসন্ত উৎসব রঙ্গিলা অনুষ্ঠিত হয়ে গেল বেরুগাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে সাহায্যের হাত স্বেচ্ছা সেবীর সংস্থার উদ্যোগে এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ৩টি নূত্য পরিবেশন সংস্থা তাদের মনোহর নূত্য সংগিত ও কবিতা পাঠের মধ্য দিয়ে আরও একবার জানান দিয়ে গেল বসন্তের আগমন স্থানীয় ৪০০ জন মানুষ এই সুন্দর মূহুর্তের সাক্ষী হয়ে একে অপর কে আবির মাখিয়ে রাঙিয়ে তোলে । এলাকার খুদে সদস্যরা এই অনুষ্ঠানে সামিল হয়েছে অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী সদস্যদের কে একটি করে মেডেল প্রদান করে সম্মান জানানো হয়
এছাড়া আরো জানতে পারা গেল আগামী বছর আরও বড় করে এই রঙ্গিলা অনুষ্ঠান টি অনুষ্ঠিত হবে
এই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহায্যের হাত স্বেচ্ছা সেবীর সংস্থার সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন