• Mon. Oct 6th, 2025

আজ থেকে প্রচার শুরু করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

BySS Bangla News

May 2, 2024

বৃহস্পতিবার বিকালে দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন তারপর আজ শুক্রবার সকাল থেকে প্রচার শুরু করলেন আসানসোলের বিজেপি প্রাথী সুরিন্দর সিং আলুওয়ালিয়া অন্ডাল গ্রাম থেকে তার প্রচার শুরু করলেন। অন্ডাল গ্রাম মোরে বিজেপি কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানান এবং তিনি বলেন আজ থেকে অন্ডাল গ্রাম থেকেই তার প্রচার শুরু হলো সারাদিন ধরে আসানসোলে কর্মসূচি আছে। দিন কয়েক আগে অভিষেক ব্যানার্জি মঞ্চে কৃতি আজাদ কে বসিয়ে মন্তব্য করেছিলেন যারা বাংলা জানেনা বাংলা বোঝে না বাংলা সংস্কৃতি সম্বন্ধে কোন ধারণা নেই তারা আবার কি বাংলার জন্য গ্যারান্টি দেবে। আবার সেই বাংলা না জানা লোক কে প্রার্থী করে সে বিষয় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন যে ওটা তৃণমূলের বিচারধারা তারাই বলতে পারবে। যদিও এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে নারাজ আসানসোল লোকসভার প্রার্থী সুরেন্দ্র সিং আলোুয়ালিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন