আবারো মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার কিছু বাসযাত্রী।।
ঘটনাটি ঘটেছে ইন্দাস স্থানের অন্তর্গত বৈকুণ্ঠপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাযয় ঘটনার স্থল থেকে জানতে পারা যায় ইন্দাস বর্ধমান শ্রীপতি বাসের সাথে একটি ধান বোঝায় ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানতে পারা গেছে বাসটি ইন্দাসের দিকে যাচ্ছিল আর অপর দিক থেকে সাহসপুরের দিকে যাওয়া ওই ৪০৭ গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ৭ থেকে ৮ জন আহত হয়েছে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ওই অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে উদ্ধার কাজে লাগেন স্থানীয় জনতা ও ইন্দাস থানার পুলিশ ও ইন্দাস তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ সহ কয়েকজন তৃণমূল কর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পাঠানো হয় তিনজনের অবস্থা একটু খারাপ থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন। বারবার বিভিন্ন জায়গায় এক্সিডেন্ট হলেও গাড়িচালকদের হুশ ফিরছে না এতে কিছু সংখ্যক মানুষদের ক্ষতির শিকার হতে হচ্ছে। কবে ফিরবে এই গাড়ি চালকদের হুঁশ এটাই দেখার বিষয়।