আরামবাগ পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের সবজি বাজার এলাকায় ড্রেনের জল উপচে আসছে যার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে সবজি বিক্রেতাদের। ড্রেনের জল উপচে আসছে যার জেরে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছিল সবজি বিক্রেতাদের। ঘটনার কথা জানার পর তড়িঘড়ি ব্যবস্থা নিল আরামবাগ পৌরসভার । আজ আরামবাগ পৌরসভার পক্ষ থেকে জেসিবি মেশিন নিয়ে দেখা গেল ড্রেনের পরিষ্কার করতে। আরামবাগ চার নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজার এলাকায় নোংরা জল জমে সমস্যার সমাধান করলো আরামবাগ পৌরসভা। এ বিষয়ে ব্যবসাদাররা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে শুনুন।