আজ ১৬ই আগস্ট খেলা দিবস। আরামবাগ পৌরসভার পরিচালনায় খেলা দিবস পালন করলেন মহিলা ফুটবল টুর্নামেন্টও ক্যারাটে টুর্নামেন্টের মধ্য দিয়ে। এই দিনে দুই মহিলা ফুটবল টিমের মধ্য দিয়ে খেলাটির শুভ সূচনা হয় । ফুটবল খেলা ও ক্যারাটে প্রতিযোগিতার তার মধ্য দিয়ে আজকে খেলা হবে দিবসটি পালন করে আরামবাগ পৌরসভা। এই খেলাটি অনুষ্ঠিত আরামবাগ পৌরসভার অন্তর্গত পারুল কমপ্লেক্সের মাঠে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিও ম্যাডাম সুভাষিনী ই, আরামবাগ এইচডিপিও প্রভাত চক্রবর্তী, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী, আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, আরামবাগ পৌরসভার একাধিক কাউন্সিলর সহ আরো অন্যান ্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন খেলা প্রেমিক একাধিক দর্শকরা।