আরামবাগ মেডিকেল কলেজের দুই ছাত্রকে মারধরের অভিযোগে আটক করল আরামবাগ থানার পুলিশ। জানা যায় যে বুধবার সন্ধ্যা নাগাদ মেডিকেল কলেজের ছাত্ররা পার্কে ঘুরতে গিয়েছিল শিশুর উদ্যান পার্কে। শিশু উদ্যানের পার্কে সুইমিংপুলে জলে পা ঝুলিয়ে বসেছিল । সেই সময় সুইমিং পুলের কর্তব্যরত দুইজন স্টাফ তাদেরকে বলে এখানে বাচ্চারা সুইমিং করে পা তুলে বসুন এই কথা শুনেই মেডিকেল কলেজের স্টুডেন্ট বলে পায়ে যন্ত্রণা করছে বলেই পা ঝুলিয়ে রেখেছি। তারপর তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় মারপিটে পরিণত হয়। ঘটনার খবর আরামবাগ থানায় জানানো হয় আরামবাগ থানার পুলিশ আসে মেডিকেল কলেজের দুই পরুয়াকে আটক করে নিয়ে যায় আরামবাগ থানায়। এ বিষয়ে কর্তব্যরত শিশু উদ্যানের এক স্টাফ কি বলছে শুনুন।