নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ ‘দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ এই স্লোগানকে সামনে রেখে বিজেপির একটি প্রতিবাদ মিছিল বের হল মঙ্গলবার হুগলির আরামবাগে। আরজি করের মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। মিছিলটি দৌলতপুর বিজেপির সাংগঠনিক জেলা অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড হয়ে শহর পরিক্রমা করে। এদিনের বিক্ষোভ মিছিলটি আরজি কর কান্ডে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। এই মিছিলে হাজার হাজার বিজেপি মহিলা কর্মীরা আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির বিরুদ্ধে পা মেলায়। ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুড়া বিধায়ক বিমান ঘোষ, মহিলা মোর্চার সভানেত্রী স্মৃতিকণা মেদ্দা, বিজেপি নেত্রী দোলন দাস, পর্ণা আদক, যুব মোর্চার সভাপতি উপাসক দে, সহ-সভাপতি হেমন্ত বাগ সহ অন্যান্য নেতা-নেত্রীরা।