ইন্দাস ব্লকের ডেওগড়িয়া গ্রামের এক মহিলার গায়ে গরম জল ছুড়ে দেওয়া নিয়ে রাজনৈতিক ময়দানে তৃণমূল বিজেপি। আজ ইন্দাসের বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন যেভাবে গতরাতে এক মহিলার উপরে গরম জল ছুড়ে দেওয়া হয়েছিল। তার স্বামীকে বন্ধ করার জন্য খুনি হামিদ আর তৃণমূলের দালাল বকুল তারা গিয়ে মহিলাকে ভয় দেখিয়েছে তার স্বামীকে ভয় দেখিয়েছে তাদের গ্রাম ছাড়া করে দেবে, বিজেপি করছে বলে। এবং সব জায়গায় যেয়ে হুমকি দিচ্ছে। এরপরেই আহত মহিলা ভর্তি ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে বিজেপি প্রার্থী জেলা সভাপতি এবং বিধায়করা তার পরিবারের সাথে এবং ওই মহিলার সঙ্গে দেখা করতে জান।
তৃণমূলের দাবি এটা সম্পূর্ণ মিথ্যাচার এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ পারিবারিক সমস্যা। পারিবারিক ঝামেলার কারণে ওই মহিলার গায়ে গরম জল পড়ে লেগেছে সঙ্গে সঙ্গে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে আমরা প্রত্যেকটা লিডারসিপরা গিয়েছি দেখেছি। আমরা তাদের পরিবারের পাশে আছি। এবং পুলিশের দারস্ত হওয়ার জন্য বলা হয়েছে তার পরিবারকে। জানান রাজনৈতিক মরশুমে খবর গরম করার চেষ্টা করছে। এটার সঙ্গে রাজনৈতিক জড়িয়ে নেই।
আহত মহিলার স্বামী শেখ মইদুল ইসলামের দাবি পারিবারিক সমস্যা নিয়ে তার কাকীর সাথে ঝামেলা হয় এরপর তার কাকিমা তার স্ত্রীর গায়ে প্রথমে একটি ইট তারপরে ভাতের গরম মার ছুড়ে মারে। ঘটনায় আহত হয় মইদুল ইসলামের স্ত্রী। তাকে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তাদের যথেষ্ট সাহায্য করছে তৃণমূলের কর্মীরা তারা আগে বিজেপি করলেও এখন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে নয়। এমনকি এই ঘটনা কোন রাজনৈতিক ঘটনা নয়। শুধুমাত্র পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে। উভয় পক্ষই ইন্দাস থানার দারস্থ হয়েছে।