• Mon. Dec 23rd, 2024

ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

BySS Bangla News

May 28, 2024

নিজস্ব প্রতিনিধি , ইন্দাস। ভোট পরবর্তী উত্তেজনা ইন্দাসে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে , এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দাবি বিজেপির ।

ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী উত্তেজনা তৈরী হল ইন্দাস ব্লকের কড়িসুন্ডা গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে । তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জয়নগর গ্রামে নির্বাচনের জন্য লাগানো তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে দেয় ।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল জানান , বিজেপি প্রার্থী নিজের হার নিশ্চিত বুঝে ঝামেলা পাকানোর জন্য রাতের বেলায় ইন্দাসে যান এবং তার সাথে তার কিছু দুষ্কৃতি বাহিনী ছিল এরপর রাতের অন্ধকারে জয়নগর গ্রামে তৃণমূলের দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে দেয় । এটাই বিজেপির কালচার তাদের কালচার কে ধিক্কার জানাই । বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে বলে জানান তিনি । সুজাতা মন্ডল আরও জানান , এই ঘটনা বিজেপি প্রার্থীর ইনধনে হয়েছে বলে তার মনে হয় ।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের দাবি , এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি এই ধরনের কাজ করে না । কোন রাজনৈতিক দলের দলীয় পতাকা নিচে পড়ে থাকলে বিজেপি কর্মীরা তা তুলে দেয় । তৃণমূল হারছে চার তারিখের পর বুঝতে পারবে । আর সুজাতা মন্ডল এই ধরনের কথা বলবে কারণ তৃণমূল তাকে টিকিট দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন