ভারতবর্ষের বিভিন্ন জায়গার মতো আজও বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভা অন্তর্গত ইন্দাসে শ্রীরাম নবমীর পালন করা হয়। ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল ধাড়ার উদ্যোগে কুশমুড়ি গ্রামে শ্রী রাম নবমী উপলক্ষে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে খোল করতালসহ বর্ণাঢ্য প্রভাতফেরি করা হয় সমগ্র গ্রামের প্রতিটি পাড়ায় পাড়ায় পৌঁছে যায় রাম ভক্তরা। সকল রামভক্তবৃন্দের জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল সমগ্র গ্রাম উপস্থিত ছিলেন ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া, বিষ্ণুপুর লোকসভার কো কনভেনার তথা জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র, মন্ডল সম্পাদক পলাশ মালিক, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী প্রিয়াঙ্কা ধারা , ইন্দাস বিধানসভার সোশ্যাল মিডিয়া ইনচার্জ সৌরভ বৈরাগ্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রভাতফেরীর পর সকল রামভক্তবৃন্দের স্বল্পাহারের ব্যবস্থা ছিল। তারপর কুশমুড়ি বাজারের হনুমান মন্দিরে শ্রীরাম চন্দ্রের পটে পুজো হয় সকল রামভক্তবৃন্দের উপস্থিতিতে।