• Tue. Apr 29th, 2025

ঊর্বশী সার্বজনীন দূর্গাপূজার খুঁটিপূজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

BySS Bangla News

Jul 15, 2024

দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো সিটি সেন্টারে উর্বশী সর্বজনীন দুর্গাপূজো। রবিবার সকাল এগারো টায় তারই খুঁটিপূজো অনুষ্ঠিত হলো। এবছর ২১ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবছরের মতো এ বছরও অভিনবত্ব থিমের আকর্ষণ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন খুঁটিপূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার , এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয় গাঙ্গুলী জানান এবছর তাদের থিম ‘এক টুকরো রাজস্থান’ । রাজস্থানের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরায় এবারের তাদের উদ্দেশ্য। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এ বছর পূজোয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন