গতকাল রবিবার একটি আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরামবাগ মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন রাস্তায়। আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি অদ্ভুতপূর্ব আল্পনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিন। উক্ত আল্পনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিক দলগত ভাবে অংশগ্রহণ করে। আলপনা আঁকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যেখানে দেখা যাচ্ছে জাতির জনক গান্ধীজীর ছবি রাস্তায় আঁকা হয়েছে। গান্ধীজীর আঁকা ছবির উপর দিয়ে পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন তার ওপর দিয়ে চলাচল করছে। এই ঘটনার নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে। বিষয়টি জানতে পেরেই ছুটে আসেন আরামবাগের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্যরা। তারা এসেই ছবিটিকে ইট দিয়ে ঘিরে দেয়। যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন যানবাহন গান্ধীজীর ছবির উপর দিয়ে মাড়িয়ে যেতে না পারে। এই সংগঠনটি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই মহাত্মা গান্ধীর আঁকা ছবিটিকে দেখতে ছুটে আসেন আরামবাগ মহকুমা দপ্তরের আধিকারিকরা। সাংবাদিকরা ছবি করতে গেলে তাদেরকে নিষেধ করা হয়। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোন সদউত্তর দিতে না পেরে ওখান থেকে চলে যান। বেশ কিছুক্ষণ পর মহকুমা শাসকের দপ্তরের এক কর্মী এসে রাস্তায় আঁকা মহাত্মা গান্ধীর ছবিটিকে সাদা রং দিয়ে মুছে দেয়। সাধারণ মানুষের প্রশ্ন এইভাবে কি জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি রাস্তায় আঁকা যায়। প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা।