নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের দীঘরা গ্রামের দ্বারকেশ্বর নদের ধারে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজে ও হাসপাতালের মর্গে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া যায়নি।। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।।