কাঁকসা থানার মলানদিঘী জঙ্গলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হাজার হাজার গাছ জ্বলে পুড়ে ছাই হবার উপক্রম হয়েছিল। কীভাবে গাছ গুলিতে আগুন ছড়ায় তার কারণ স্পষ্ট নয় অনেকে দাবানল বলে চালিয়ে দিলেন আবার অনেক মনে করছেন এটা এটা কাঠ চোরাচালানকারীদের চক্রান্ত। বনদপ্তর থেকে সঠিক খবর নেই আগুন লাগার কারণ সম্পর্কে। তবে তাড়াতাড়ি আগুন লাগার খবর ছড়াতেই তপোবন হাউসিং এবং লাইফকেয়ার হসপিটালের পক্ষ থেকে তড়িঘড়ি জলের ট্যাঙ্কার পাইপ সব সরঞ্জাম নিয়ে গিয়ে গাছের আগুন নেভানোর ব্যবস্থা করে। সমাজসেবী অনুপ পুরকায়স্থ বলেন সঠিক সময়ে গাছগুলিতে জল দিয়ে আগুন নেভার কাজটি সম্পন্ন হয়। তিনদিন ধরে জলদেওয়ার কাজ চলছে ঝলসানো গাছগুলি সজীব হতে জলের ভীষন প্রয়োজন