কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন।
বাঁকুড়ার কোতুলপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের এর উদ্যোগে কোতুলপুর নেতাজি মোড়ে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে পথ চলতি মানুষ, বাইক চালক, টোটো চালক দের থামিয়ে হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করায় কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার,কোতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি, কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্যা, কোতুলপুর অঞ্চল সভাপতি সুরজিৎ রায় ও আরো অনান্য তৃণমূল কর্মীরা।