• Sun. Oct 5th, 2025

বেসরকারি ইস্পাত কারখানায় বিকট শব্দ! আতঙ্ক এলাকায়। জখম ২।

BySS Bangla News

Aug 1, 2025

বেসরকারি ইস্পাত কারখানায় বিকট শব্দ! আতঙ্ক এলাকায়। জখম ২। নিরাপত্তার দাবিতে ক্ষোভে ফেটে পড়লো সহকর্মীরা এবং স্থানীয়রা। তুমুল উত্তেজনা দুর্গাপুরের সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি ইস্পাত কারখানা চত্বরে। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিকট শব্দ। তারপরেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্থানীয়রা জানতে পারে কুলিং টাওয়ার ব্লাস্ট হয়েছে। নিরাপত্তা নিয়ে কারখানার গেটের সামনে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেতৃত্ব। নিজেকে জেলা তৃণমূলের সহ-সভাপতি বলে দাবী করে স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন,”যেভাবে বিকট শব্দে কেঁপে উঠল এলাকা তাতে আমরা আতঙ্কিত। এলাকার মানুষ ভয়ে কেঁপে ওঠে। আমরা চাইবো প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বারাক শ্রমিকদের এবং স্থানীয়দের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন