• Tue. Dec 24th, 2024

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক নাবালিকা।

BySS Bangla News

Apr 29, 2024

আরামবাগ পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বসন্তপুর সংলগ্ন এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক নাবালিকা। রবিবার রাত্রে ঘটনাটি ঘটেছে মৃত নাবালিকার নাম পায়েল দোলুই, বয়স ১৭ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, মৃত পায়েল দোলুই ডান্স গ্রুপের সাথে যুক্ত ছিল, ভালো ডান্সার ছিল সে। এদিন রাতে পায়েল তার মায়ের সাথে অনেকটা সময় কাটায় এবং তার মায়ের পা টিপে পর্যন্ত দেয়। এরপর রান্না ঘরের মধ্যে কাপড়ে ফাঁস লাগায়। এরপর রাতেই পরিবারের সদস্যরা জানতে পেরেই চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে এই ঘটনা সে নিয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেনি। বাড়িতে কোন ঝগড়া অশান্তি হয়নি এমনটাই জানা গেছে। ছোটবেলা থেকে পায়েল তার মা ও দিদার কাছে মানুষ। এই ঘটনায় পরিবারে ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সোমবার পায়েলের মৃত্যুর খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন সেখ লাল চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন