হুগলি রুরাল পুলিশ জেলা ও আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইমমূলক অপরাধ থেকে বাঁচার জন্য সাধারণ মানুষদের উদ্দেশ্যে সচেতন করতে দেখা যায় বৃহস্পতিবার। এদিন আরামবাগের একটি ব্যাংকে গিয়ে গ্রাহকদের উদ্দেশ্যে সাইবার ক্রাইম থেকে কিভাবে মানুষকে সচেতন হতে হবে সে নিয়ে বিস্তারিত সুপরামর্শ দেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি রাকেশ সিং। পুলিশ প্রশ্নের পক্ষ থেকে বলা হয়, মোবাইলে কোনরকম অচেনা নাম্বার থেকে ফোন আসলে সেই নাম্বারে কোন রকমের কোনো তথ্য শেয়ার না করা। অচেনা নাম্বার থেকে ফোন করে যদি ব্যাংকের, পোস্ট অফিস বা গ্যাসের বইয়ের ডিটেলস বাহ ফোনের ওটিপি এবং যদি লোনের ব্যাপারে বাহ লোন পাইয়ে দেওয়ার ব্যাপারে কোনরকম ফোন আসে এবং ডিটেলস চাই, সেই সময় কোন তথ্যই শেয়ার করা চলবে না। এছাড়াও বিভিন্ন বিষয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার বার্তা তুলে ধরেন। পাশাপাশি এদিন আরামবাগের নেতাজি স্কোয়ার সংলগ্ন বাসস্ট্যান্ডে পুলিশ প্রশ্নের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাইক আরোহীদের হেলমেট প্রদান করা হয়। এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক ও যানবাহন চালকদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা পুলিশ প্রশাসনের। আরামবাগ পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসি।