ডেঙ্গুর প্রতিরোধে হুগলির আরামবাগ পৌরসভা বৃহস্পতিবার সকালে ৩, ৪ ,৬ নম্বর ওয়ার্ড সহ ১৯ টি ওয়ার্ডেই ছাড়া হলো ৩৮ হাজারও বেশি গাপ্পি মাছ। এই দিন পৌর এলাকার মেন ট্রেন গুলি গুলি সহ পাড়ার ভেতরের ট্রেন গুলিতেও ছাড়া হলো এই গাপ্পি মাছ। জানা গেছে এই দিন চার নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি ড্রেনে ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান নিজে হাতে করে বাপ্পি মাছ ছাড়তে দেখা গেল ও পৌর কর্মীদের দিয়ে মাছ ছাড়েন। পাশাপাশি পৌর এলাকায় আবর্জনা স্তূপ এবং আগাছা পরিষ্কার করতে পৌর কর্মীদের দেখা গেল। গাত্তি মাছ ছাড়ার পাশাপাশি মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিল পৌর কর্মীরা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন।