নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ একই জায়গায় বার বার ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণের অভিযোগ হুগলির আরামবাগে। ঘটনাটি ঘটেছে পৌরসভার ১৩ নং ওয়ার্ডের রূপবাণী সিনেমার পিছনে অর্থাৎ একটি শপিং মলের পিছনে। এলাকাবাসী নিষেধ করা সত্ত্বেও চলছে কাজ। এমনকি ওয়ার্ডের কাউন্সিলর তিনিও কাজ বন্ধ করতে নির্দেশ দেন। কাউন্সিলরের বলার পর কাজ বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণের কাজ। এনিয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি জানিয়েছেন পৌরসভাকেও। তার পরেও চলছে অবৈধভাবে নির্মানের কাজ। উঠছে প্রশ্ন, কে বা কাদের মদতে চলছে কাজ। জানা গেছে এক ব্যবসায়ী যার বিল্ডিং টি শপিং মলকে ভাড়া দিয়েছেন তিনিই ডোবা ভরাট করে প্রাচীর নির্মাণ করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।