নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ বর্তমান সময়ে আরামবাগ জুড়ে চলছে তীব্র তাপদাহ সাথে তাপ প্রবাহ। বর্তমান সময়ে তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে পথ চলতি মানুষ থেকে শুরু করে কর্মসূত্রে আসা মানুষদের জন্য একটি করে হাফ লিটার পানীয় জলের বোতল, ORS ও বাতাসা দিতে দেখা গেল হুগলির আরামবাগ মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতর চত্বর থেকে। পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল’ক্লার্ক অ্যাসোসিয়েশন ভূমি ও ভূমি রাজস্ব বিভাগ আরামবাগ শাখার উদ্যোগে। মঙ্গলবার এই পানীয় জলের ক্যাম্পে দেখা গেল ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও সিপিআই নেতা শম্ভু ঘোষকে। যদিও তারা দুজনেই এই দফতরে এদিন তারা নিজেদের কাজ নিয়ে এসেছিলেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের আরামবাগ ফাকারে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। এদিন প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় এসোসিয়েশনের পক্ষ থেকে। এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন , পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী লক ক্লক এসোসিয়েশনের রাজ্য সম্পাদক, স্বপন কুমার ঘোষ, সেখ লিয়িকৎ আলী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জানা গেছে তিনদিন ধরে চলবে জলদান কর্মসূচিটি।