নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ যেখানে দেখা যাচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালী বাগজোর কদমে নির্বাচনী প্রচার করছেন, সেই জায়গায় পিছিয়ে নেই বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। বর্তমান সময়ে তীব্র তাপদাহকে উপেক্ষা করে বিজেপি পার্থ তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করছেন জোরকদমে। শনিবার হুগলির গোঘাট বিধানসভার কুশুড়শা, হরিহর, কানপুর সহ বেশ কিছু গ্রামে প্রচারের পাশাপাশি মানুষের সাথে জনসংযোগ করলেন। এদিন তিনি রটন্তি কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী প্রচারে পার্টির সাথে ছিলেন, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ, গোঘাট বিধায়ক বিশ্বনাথ কারক, বিজেপি নেতা রাজু রানা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে কী জানাচ্ছেন জেলা সভাপতি সহ প্রার্থী অরূপকান্তি দিগার তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন।