আজ ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসর ডাকে আসন্ন জয়নগর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মন্ডল এর সমর্থনে নির্বাচনের প্রস্তুতি সভা, উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ২ নম্বর সভাপতি গোপাল চন্দ নস্কর,,তুহিন বিশ্বাস, ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার জান্নাত হোসেন মোল্লা, ময়দা অঞ্চলের প্রধান মানু মন্ডল ময়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাঁপুই