বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত আকুই এক গ্রাম পঞ্চায়েতের ত্রিশানল গ্রামে গাজন উৎসব বা চরক উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো শিবের পূজা অর্চনা সহ নরনারায়ণ সেবা অনুষ্ঠান। গ্রামের এক ব্যক্তি অভিষেক সাম সহ মঞ্জু দানা জানান প্রায় কয়েকশো বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে শিবের গাজন উৎসব। ৯ দিন ধরে চলে গাজন উৎসব বা চরক পূজা। নর নারায়ণ সেবায় প্রায় হাজার মানুষ বা ভক্তরা বাবার পুজো অনুষ্ঠান উপলক্ষে এই নরনারায়ণ সেবায় প্রসাদ খেয়ে যান। গ্রামে শম্ভুনাথ শিব হিসেবে পরিচিত হন তিনি। শুধুমাত্র গ্রাম নয় এলাকার সমস্ত মানুষরা বা বাবার ভক্তরা এসে হাজির হন এই উৎসবে। গ্রাম সহ এলাকা জুড়ে চলে বাবার উৎসব উপলক্ষে আনন্দ অনুষ্ঠান।