দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউসিং কলোনিতে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে, অভিযোগ মদ্যপ তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউসিং কলোনির ভেতর লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয়, একই ঘটনা ঘটে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যেও। বারবার স্থানীয় নিউটাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে কিন্তু কাজ হচ্ছে না ।