আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতালপাড়া এলাকায় দীর্ঘদিন রাস্তার বেহাল দশার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রাম বাসীদের।বারবার পঞ্চায়েতে অভিযোগে জানানোর পরেও কোন কাজ হয়নি । রাস্তার সংস্কারের দাবি তুলে এলাকার মানুষ থেকে শুরু করে ক্ষুদেপরোয়ারা বিক্ষোভে ফেটে পড়লেন। গ্রামের মানুষ প্রশাসনকে বারবার জানানো শর্তে ও কোন কাজ হয়নি তাই বিক্ষোভের পদ বেছেনেয়। দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেল রাস্তার কোনো কাজ হয়নি। তারা বলেছেন ভোট আছে ভোট চাই রাস্তা সাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে যায় নেতা-নেত্রীওরা ভোট ফুরালেই সব ভুলে যায়। রাস্তার দুই ধারে জলাশয় যে কোন মুহূর্তে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এর দায়ভার কে নেবে। বিস্তারিত দেখুন ।