• Mon. Dec 23rd, 2024

দুর্গাপুরে সিটি সেন্টারে একটি বেসরকারি শপিং মলের কর্মীদের ধর্না ৫ দিনে পড়লো ,স্তব্ধ বিক্রি বাটা।

BySS Bangla News

May 28, 2024

দুর্গাপুরে সিটি সেন্টারে একটি বেসরকারি শপিং মলের কর্মীদের ধর্না ৫ দিনে পড়লো ,স্তব্ধ বিক্রি বাটা। ভোটের আগে তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচারে একটি মিটিংয়ে গেছিলেন বেসরকারি শপিংমলের কর্মীরা তার পরবর্তীতেই তাদের নামে ট্রান্সফার অর্ডার দেওয়া হয় ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে বলে অভিযোগ। এর পরবর্তীতে বেশ কয়েকদিন আগে আবারো দুজনকে অন্যত্র ট্রান্সফার করে দেওয়ার লেটার আসলে নড়েচড়ে বসে উক্ত কর্মীরা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ তৃণমূল নেতৃত্বকে বিষয়টা জানানো হয়। সোমবার দুপুর দুটোর সময় শপিং মলের মূল দরজার সামনে ধরনায় বসে পড়ে কর্মীরা । তাদের দাবি তাদেরকে অন্যত্র সরানো যাবে না ২০১১ সাল থেকে তারা এই শপিং মলেই কাজ করে চলেছেন এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিলে সমস্যায় পড়বেন ।তারা মূলত ২০২২ সালে কোম্পানিটি অন্য একটি কোম্পানির অন্তর্ভুক্ত হয় তার পর থেকে প্রাক্তন কর্মীদের প্রতি বিভিন্ন রকম মানসিক অত্যাচার চলছে বলেই জানান কর্মরত কর্মচারীরা এই মুহূর্তে তাদের দাবি তাদেরকে অন্যত্র সরানো চলবে না তারা দুর্গাপুরে সিটি সেন্টারের এই শপিংমলেই কর্মরত থাকবেন। তাদের দাবি না মানা হলে এই ধারণা চলবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন