• Wed. Dec 25th, 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক অসুস্থ পাঁচ ইস্পাত কর্মী।

BySS Bangla News

May 18, 2024

দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের গ্যাস লিক। অসুস্থ পাঁচ ইস্পাত কর্মী। ভর্তি করা হল দুর্গাপুর ইস্পাত হাসপাতালে।ব্যাপক আতঙ্ক ইস্পাত কারখানার জুড়ে। শুক্রবার রাত ৮টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোক্সাইড গ্যাস বের হতে থাকে। তীব্র ঝাঁজে কর্মরত দুজন স্থায়ী পরিমল মন্ডল, সুনীল হাজরা ও তিনজন অস্থায়ী শ্রমিক বিকাশ কাপারি, টোটন খাওয়াস ও নুর আলম জামাদার অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাদের উদ্ধার করে নিয়ে হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে (মেন হাসপাতাল) ভর্তি করে। সকলকেই অক্সিজেন দেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন