• Tue. Dec 24th, 2024

দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন নিউটন এলাকা উত্তপ্ত হয়ে রইল সারারাত রইলো পুলিশ পাহারা।

BySS Bangla News

May 21, 2024

শনিবার গভীর রাত পর্যন্ত দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন নিউটন এলাকা উত্তপ্ত হয়ে রইল। আর পরিস্থিতি সামাল দিতে গভীর রাত পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ বাহিনীকে হিমশিম খেতে হল। অভিযোগ রকি ওরফে অভিষেক রায় তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার দুর্গাপুরের মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্তির বাতাবরণ তৈরি হলো দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন এলাকায়। অভিযোগ নিউটন এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা বান্টি সিং এর নেতৃত্বে বিদ্যাসাগর এভিনিতে বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইঁট পাটকেল ছড়া হয়। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, “”বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বি-জোন এলাকায় অরাজকতা চলছে। আজ আমরা যখন বৈঠক করছিলাম তখন বান্টি সিং এর নেতৃত্বে ইঁট পাটকেল ছোড়া হয়। আমরাও চুপ ছিলাম না। আমরা পাল্টা পাথর ছুড়তে শুরু করি। অন্যদিকে বান্টি সিং এর অভিযোগ পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক। আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তার কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইঁট পাটকেল ছোড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। পাল্টা অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন বিদ্যাসাগর এভিনিউ এর সারা রাস্তায় ইঁটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও কমব্যাট ফোর্সকে দেখা যায় শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করতে। দুপক্ষই এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়েরের কথা জানায়। শনিবার গভীর রাত পর্যন্ত দুই পক্ষই জমায়েত করে থাকে এলাকায়। রবিবার সকাল ১০ টা পর্যন্ত এলাকা থমথমে। ঘটনাস্থলে রয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন