নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দূর্গা পূজোর অনুদান বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর,খুশির হাওয়া বাঁকুড়ার ইন্দাসে, চললো মিষ্টি মুখ ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন পুজো কমিটি গুলো নিয়ে একটা মিটিং এর আয়োজন করেন পাশাপাশি ইন্দাস ব্লকের সরকারি অনুদান প্রাপ্ত পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন ইন্দাস বিডিও অফিসে।সেখানে সরকারের তরফ থেকে দূর্গা পূজোর অনুদানের টাকার অংক ৮৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা ঘোষণা করার পরই খুশির হাওয়া পুজো কমিটিগুলির মধ্যে।তার অন্যতা হলো না বাঁকুড়ার ইন্দাসেও। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরপরই খুশির হাওয়া বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পুজো কমিটিগুলির মধ্যে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর পুজো কমিটির সদস্যরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করলেন এবং বিভিন্ন আধিকারিকদেরও মিষ্টিমুখ করালেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লকের বিডিও সৌরেন্দ্রনাথ পতি,ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিশ্বাস,ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি,পুূজো কেন্দ্রিক মুখ্যমন্ত্রীর বার্তা এবং নির্দেশ কেও সাদরে গ্রহণ করলেন।