এবার নকল মোবিল বিক্রি করার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। এই ঘটনায় ধৃতকে শনিবার আদালতে পেশ করে আরামবাগ থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় বাজেয়াপ্ত করেছে ৬১ লিটার নকল মোবিল। শুক্রবার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে হুগলির আরামবাগের পল্লীশ্রী এলাকায় হিন্দুস্থান মোবিল সেন্টার নামক একটি দোকানে তল্লাশি অভিযান চালায়। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় নকল মোবিল। অভিযোগ নামী কোম্পানির লেবেল মেরে বিক্রি করা হচ্ছিল নকল মোবিল ওই দোকানে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রনব নায়েক নামে দোকানের ম্যানেজারকে। শনিবার মোবিল দোকানের ম্যানেজারকে আদলাতে তোলার সময় প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি। যদিও বলা যেতে পারে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আদালতে তোলার সময় ধৃত ব্যক্তি কী জানাচ্ছে