• Mon. Dec 23rd, 2024

নতুন অথিতি ! ১২টি চিতাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে এল বায়ুসেনার বিমান, ছাড়া হল কুনোর জঙ্গলে, দেখুন ভিডিও এবং ছবি

ক্ষিণ আফ্রিকা থেকে আবার চিতা (cheetahs) নিয়ে আসা হল। এবার একেবারে এক ডজন। ছাড়া হল সেই মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলেই।

শনিবার বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার এয়ার ক্রাফটে করে সকাল ১০টায় গোয়ালিওরে নামে ১২টি চিতা। তারপর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় কুনোয়।

মোট ১০টি এনক্লোজারে রাখা হয়েছে এই চিতাগুলিকে।

এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কোয়ারেন্টাইন এনক্লোজার খুলে দেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ও সঙ্গে ছিলেন। এই নিয়ে পাঁচ মাসে দ্বিতীয়বার চিতা এল আফ্রিকা থেকে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে আনা চিতা ছাড়া হয়েছিল কুনোর জঙ্গলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে কুনো ন্যাশনাল পার্কে চিতাগুলিকে খাঁচা থেকে জঙ্গলে ছেড়েছিলেন। দীর্ঘদিন ধরেই চিতা আনার বিষয়টি আটকে ছিল। এ ব্যাপারে উদ্যোগ শুরু হয়েছিল সেই ইন্দিরা গান্ধীর সময়ে।

তবে দিল্লির স্পষ্ট কথা ছিল, ধারাবাহিকভাবেই চিতা আনা হবে। দেখা গেল দেশে গত পাঁচ মাসে ২০টি চিতা এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন