স্বামী স্ত্রীর সাংসারিক অশান্তি, রাগ সামলাতে না পেরে নিজের সন্তানকে বাড়িতেই মাটিতে আছাড় মারলো বাবা। সন্তানের শোক সামলাতে না পেরে আত্মঘাতী বাবা।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা গ্রামের রুইদাসপাড়া এলাকা।
সকালে স্বামী স্ত্রীর অশান্তি চলছিল, আর সাংসারিক এই অশান্তি চলার সময় রাগে নিজের ন মাসের সন্তানকে মাটিতে আছড়ে মারে বাবা কালু রুইদাস। আশংকাজনক অবস্থায় ঐ সদ্যজাতকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অনত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, শিশুটিকে অনত্র নিয়ে যাওয়ার পথে শিশুর শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করলে ফোন করা হয় কোকওভেন থানার পুলিশকে, পুলিশের গাড়িতেই ফের ঐ পুত্র সন্তানকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেই নিয়ে আসা হয়, সেখানেই মৃত্যু হয় । এইদিকে সন্তানের শোক সামলাতে না পেরে সদ্যযাতর বাবা কালু রুইদাস বাড়ির সামনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।