• Wed. Dec 25th, 2024

নামখানায় ঐতিহ্যপূর্ণ শীতলা পূজা যা কাঁকড়া মা নামে পরিচিত,ভোটের বৈতরণী পার হতে দলমত নির্বিশেষে নেতাদের ভিড়।

BySS Bangla News

Apr 24, 2024

ভোটের বৈতরণী পার হতে 66 তম কাংরা বুড়ি মায়ের পূজায় বিভিন্ন দলের রাজনীতি নেতাদের ভিড়। দক্ষিণ 24 পরগনা নামখানা শিবনগর আবদ এলাকায় কাঁকড়া মায়ের পুজোতে সমুদ্র থেকে কাঁকড়া উঠলে এবং আকাশেতে চিল উড়লে তারপর শীতলা মায়ের পূজা শুরু হয়। ৬৬ তম বছরের পদার্পণ করেছে এই শীতলা মায়ের পূজা। যা দক্ষিণ ২৪ পরগনার শ্রেষ্ঠ মেলা হিসেবে পরিচিত হয় কাঁকড়া মায়ের। মায়ের পূজাতে থাকে কাঁকড়ার তরকারি ও অন্য ভোগ।
আজ এই কাংরা বুড়ি মায়ের কাছে মনস্কামনা পণ্যের জন্য শাসক দলের বিভিন্ন নেতা , এমনকি মথুরাপুর লোকসভার প্রার্থী বিজেপি অশোক পুরকাইত মায়ের কাছে মানত করতে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন