হুগলির আরামবাগের কালিপুর চৌমাথায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হলেন বাবা ও ছেলে।এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার বাইক নিয়ে বাবা ও ছেলে তারা আরামবাগ থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন সেই সময় পিছন দিক থেকে একটি লরি বাইকের পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় বাবা ছেলে দুজনে বাইক থেকে পড়ে যায় এবং দুজনেরই পায়ের উপর দিয়ে ঘাতক লরিটি চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। আহত বাবা ও ছেলেকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত আহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।