পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদসহ প্রায় ২০ ভরি সোনা জানলা ভেঙ্গে চুরি। দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজার তেইশ নাম্বার স্ট্রিট এ পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ
সিসিটিভির মধ্যে দেখা যায় যে চারজন মুখ বাধা অবস্থায় এসে বাড়ির জানালা ভেঙ্গে আলমারি লোকার থেকে সোনাদানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।