নিজস্ব সংবাদদাতা আরামবাগঃ পানীয় জল বা ফুড পয়জনিং থেকে ডায়রিয়ার সংক্রমণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।গ্ৰামবাসীদের দাবি, পানীয় জল থেকে ছড়াচ্ছে ডায়রিয়া। বমি, পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়েছে হুগলি জেলার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। হঠাৎ করেই ডায়েরিয়ার প্রকোপ দেখা দিল হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত মাধবপুর অঞ্চলের পান্ডুগ্রামের দোলুইপাড়ায় । জানা গেছে বেশ কয়েকদিন ধরে ওই অঞ্চলের কিছু মানুষ ডায়রিয়ার সংক্রমনে ভুগছিলেন এরপর ধীরে ধীরে তার সংখ্যাটা বাড়তে থাকে। জানা গেছে এখনোও পযন্ত প্রায় ২০ জনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কয়েকজন ভর্তি নার্সিংহোমে। রবিবার হাসপাতালে দেখতে আসেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।