প্রতি বছর বর্ষার সময় জল নিকাশি সমস্যায় পড়েন আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী ও আন্দিমহল্লার বাসিন্দারা। তাই ওই এলাকার বাসিন্দাদের কথা ভেবে আরামবাগ পৌরসভার উদ্যোগে নতুন করে তৈরি করা হচ্ছে নিকাশি ব্যবস্থা। পুরনো নর্দমা ভেঙে আরও চওড়া ও গভীর করে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে। ব্লু ভিউ নার্সিংহোম থেকে শুরু হয়ে পার্ক নার্সিংহোমের পাশ দিয়ে সেই নিকাশি ব্যবস্থা বিদ্যাসাগর পল্লী ও আন্দিমহল্লার জল নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বড় নর্দমায় গিয়ে পড়বে। সেখান থেকে সেই জল পৌঁছবে গার্লস কলেজের পাশ দিয়ে আরামবাগ দ্বারকেশ্বর নদে। শনিবার সেই কাজ সরজমিনে পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার উপ পৌরপ্রধান মমতা মুখার্জি। সঙ্গে ছিলেন পৌরসভার ইঞ্জিনিয়ার অলোক দত্ত।