নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পুলিশ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে গ্রেফতার করতে গেলে তাকে ঝাঁটা ও বটি দিয়ে তাড়াবেন, পুলিশকে হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখার , পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ সৌমিত্র খাঁর ।
ভোটের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে আজ বাঁকুড়ার ইন্দাস থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা । নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো চলবে না এই দাবী তুলে আজ থানা ঘেরাও এর ডাক দেয় বিজেপি । দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে ইন্দাস থানার সামনে এসে রোড অবরোধ করে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সৌমিত্র খাঁ ও তিন বিধায়ক সহ কর্মী সমর্থকেরা । সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন , ইন্দাস থানার এক পুলিশ আধিকারিকের নাম করে বলেন আপনি কারোর বাড়ি যাবেন আমরা আমাদের কর্মীদের বলছি, যদি কোন ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দেবেন , না হলে ঝাঁটাবুটি নিয়ে তেরে তাড়াবেন।
অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুলিশ আধিকারিকদের সামনেই বসে বিক্ষোভ দেখাতে দেখাতে তাদের চোর বলে কটাক্ষ করেন ।
ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন , বিজেপি ভোটের আগে হাওয়া গরম করতে চাইছেন । এসব করে কোন লাভ হবে না বলেই জানান তিনি ।