দিকে দিকে শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের দামামা তারই মধ্যে সমস্ত রাজনৈতিক দল মিটিং মিছিল শুরু করে দিয়েছে সেরকমই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে হালাড়া বিপত্তারিনী মন্দিরে পূজা দিয়ে শুরু করলেন পূর্ব বর্ধমানের লোকসভার তূনমূল কংগ্রেসের প্রার্থী ডঃ শর্মিলা সরকার এই মিছিলটি হালারা বিপত্তারিণী তলা থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত হয়। উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি মহাশয়
জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খাঁন মহাশয় জামালপুর ১নং অঞ্চলের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল
এবং ব্লকের তূনমূল কংগ্রেসের সদস্য গন
আমরা শুনে নেব আজকের এই লোকসভা ভোটের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ শর্মিলা সরকার এবং জামালপুর ব্লকের সভাপতি মেহমুদ খান মহাশয়ের কাছ থেকে আজকের এই জামালপুর ব্লকের লোকসভা ভোটের প্রচার নিয়ে কিছু কথা।