পূর্ব বর্ধমান জেলা বর্ধমান ১ নম্বর ব্লকে সরাইটি কর গ্রাম পঞ্চায়েতের এলাকায় কমলপুর গ্রামে জক দিয়ে তুলা হচ্ছে মসজিদ। অভিনব কায়দায় জগ দিয়ে মাটির নিচে বসে যাওয়া মসজিদকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট উপরে তুলে নিয়ে এলেন একটি সংস্থা। জানা যায় যে মসজিদটি বসে যাওয়াতে এবং দিন দিন রাস্তা উঁচু হয়ে যাওয়ায় মসজিদটি মাটির নিচে টিকে বসে যাওয়ার মত অবস্থা নেয়। গ্রামবাসীরা একত্রিত হয়ে একটি চিন্তা করেন এখনকার দিনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বহুতল বাড়ি মন্দির ইত্যাদি জোক দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে বা হাইড করা যাচ্ছে সেরকমই এক সমস্যার সাথে যোগাযোগ করেন এই গ্রামের মানুষজনেরা তারপর আস্তে আস্তে এই কাজ চলে বলে জানা গিয়েছে। এই গ্রামের এক মানুষ বলেন যে এই ৫০ বছরের মসজিদে যেই ডিজাইনটা করা আছে বা তাদের পূর্বপুরুষের সিতিকে আগলে রাখার জন্য ভাঙতে চান না ।একটি ঠিকাদার সংস্থা সাথে কথা বলে মসজিদ থেকে হাইট করে তোলার ব্যবস্থা করেন ধীরে ধীরে এ কাজ চলছে। যারা এই মসজিদের কাজ করছেন তারা গ্রামবাসীকে জানান যদি কোন রকম দেয়ালে পাট আছে বা ভেঙ্গে যায় ওই মিস্ত্রীরা সেই জায়গাকে রিপেয়ারিং করে দেবেন। এরকমই আশা দেন। তবে বলা বাহুল্য ২০২৪ এ দাঁড়িয়ে মানুষ আর পেঁচিয়ে নেয় মানুষ পারে না এমন কোন কাজ হয়তো নেই। ভিন্নভাবে মানুষের চিন্তা কে দূর করতে টেকনলেজি এত ফাস্ট হয়েছে যে মানুষকে আর কোন কিছু দেই পেচিয়ে থাকতে হবে না তারই চিত্র ধরা পরল আজকে বর্ধমানের।
সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে।