প্রচারের শেষ বেলায় তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কে সাথে নিয়ে হুড খোলা গাড়িতে ভোট প্রচার করে গান গেয়ে কর্মীদের মন ভরালেন বাবুল সুপ্রিয় ।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে শেষ প্রচার। প্রচারের অন্তিম লগ্নে ইন্দাস ব্লকের আকুই গ্রামে বাবুল সুপ্রিয় এবং ইন্দাস ব্লক সভাপতি কে সাথে নিয়ে প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। একটি হুট খোলা গাড়িতে আকুই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভোট প্রচার করেন । রাস্তার দু’পাশে সাধারণ মানুষের এবং মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত। বাবুল সুপ্রিয় কে ফুল ছড়িয়ে আশীর্বাদ করেন সাধারণ মানুষ। প্রচার শেষে হুট খোলা গাড়িতেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গান ধরতে দেখা যায় বাবুল সুপ্রিয় কে। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রচারে শেষ প্রহরে ইন্দাস ব্লকের আকুই গ্রামকে মাতিয়ে তুললেন তৃণমূল প্রার্থী।