ফের মহাকাশ একবার ইতিহাস ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর (ISRO)। একেবারে নতুন এবং সবথেকে ছোট রকেট SSLV-D2 (Small Sataellite Launch Vehicle) মহাকাশের উদ্দেশ্যে উত্ক্ষেপণ করল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টর থেকে অত্যাধুনিক এই রকেটটিকে উত্ক্ষেপণ করা হয়।
SSLV-D2 তিনটি স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। যার মধ্যে আমেরিকার সংস্থা অন্তারিসের স্যাটেলাইট Janus-1, চেন্নাইয়ের স্পেস স্টার্টআপ স্পেসকিডজ স্যাটেলাইট AzaadiSAT-2 এবং ইসরোর স্যাটেলাইট EOS-07 রয়েছে। এই তিনটি স্যাটেলাইট 450 কিলোমিটার দূরে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে।
এসএলভি রকেট অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী।
ইসরো’র দেওয়া তথ্য অনুসারে SSLV ৫০০ কিলোগ্রাম পর্যন্ত স্যাটেলাইট লোয়ার অর্বিটে লঞ্চ করানোর ক্ষেত্রে কাজে লাগানো হবে। এই রকেট চাহিদা অনুযায়ী একটি নির্দিষ্ট টাকার উপর অন্যের স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দেওয়ার কাজ করে থাকে। ৩৪ মিটার লম্বা এসএলভি রকেট অন্যতম অত্যাধুনিক এবং শক্তিশালী। রকেটের ব্যাস ২ মিটার। এই রকেট মোট 120 টন লোড নিয়ে উড়তে পারে। এছাড়াও আরও চাঞ্চল্যকর কিছু বৈশিষ্ট রয়েছে।
SSLV-D2 আরও আধুনিক ভাবে তৈরি করা হয়েছে।