• Sun. Oct 5th, 2025

ফের বেহাল রাস্তার চরম দুর্ভোগ মালদার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

BySS Bangla News

Aug 1, 2025

ফের বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি সামনে এলো মালদার গাজোল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বিজল বাড়ি বুথের সরান পাড়া গ্রামের ঘটনা । রাস্তার এমন বেহাল দশা যে চলাফেরাই বিপদজনক হয়ে গেছে এলাকাবাসীদের । এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না। রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে এক বৃদ্ধা পড়ে গিয়ে হাত ভেঙে যায় । ইতিমধ্যে রাস্তার বেহাল দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । রাস্তার কাজের দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রামবাসীরা বলতে গেলে অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার গ্রামবাসীদের জানান

( আমি ৭ লক্ষ টাকা দিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি। আগে সেই টাকা উঠবে তারপর এলাকায় কাজ হবে।,)

গ্রামবাসীদের এমন কথা বলার অভিযোগে গাজোল দেউতলা গ্রাম পঞ্চায়েতের বিজল বাড়ীর তৃণমূল পঞ্চায়েত সদস্য ইনতেয়াজ হোসেনের বিরুদ্ধে গাজোল ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা । পঞ্চায়েত সদস্যের এমন বক্তব্যে শোরগোল পড়েছে গোটা এলাকায় । শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।

এলাকার বাসিন্দাদের অভিযোগ গ্রামে প্রায় আড়াইশো পরিবার বাস করে সেখানে গ্রামে ঢোকার মূল রাস্তায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে । বর্ষার সময় জল কাঁদাতে ভরে যায় । গ্রামের ভিতরে রয়েছে আইসিডিএস কেন্দ্র সেখানে বাচ্চাদের আস্তে অসুবিধা হয় । কোন গাড়ি ঢুকে না টোটো চালাতে গিয়েও হিমশিম খেতে হয় টোটো চালকদের । রাস্তা চলাচলের ক্ষেত্রে আরো অযোগ্য হয়ে পড়েছে ।
একাধিকবার বিভিন্ন মহলে গ্রামের পক্ষ থেকে এই রাস্তা মেরামতির ক্ষেত্রে আবেদন করা হয়েছে তাতে কোন কাজ হয়নি।

এদিকে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের কাছে রাস্তার মেরামতির দাবি নিয়ে গেলে সংশ্লিষ্ট দেওতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ইনতেয়াজ হোসেন গ্রামবাসীদের জানাই ( ৭ লক্ষ টাকা দিয়ে মেম্বার হয়েছি টাকা উঠবে তারপর কাজ হবে।) তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের এমনই মন্তব্যে ক্ষিপ্ত গ্রামবাসীরা প্রতিবাদে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মেম্বার ইমতিয়াজ হোসেন এর বিরুদ্ধে গাজোল ব্লক ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানান পাশাপাশি রাস্তার দ্রুত যাতে কাজ শুরু হয় তারও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন