পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গোপিনাথপুর গ্রামে মহাপ্রভু তলায় অনুষ্ঠিত হচ্ছে ২৪ প্রহর। প্রতিবছর পহেলা বৈশাখ থেকে শুরু হয় এই ২৪ প্রহর অনুষ্ঠান। বৈশাখ মাসের ৫-৬ দিন ধরেই অনুষ্ঠান চলতে থাকে। সারাদিন ধরে উদয় অস্ত নাম হয় মন্দিরে। সন্ধ্যায় প্রথমে ই বাঁশি মাদল সহ রাধা কৃষ্ণের সখি নাচ,পরে রাত্রে প্রতিদিন হয় কীর্তন পালা। এইভাবেই প্রতি বছর অনুষ্ঠিত হয় বড় গোপিনাথপুর গ্রামের মহাপ্রভুর তলায় ২৪ প্রহর অনুষ্ঠান।শুধুমাত্র বড় গোপীনাথপুর গ্রামের মানুষরাই নয় মোগলমারি,শংকরপুর সহ আরীন গ্রাম থেকেও বহু মানুষ ২৪ প্রহর অনুষ্ঠান দেখতে আসেন বলে জানা যায়।