বয়স্ক আর যুবতীদের গলার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের ইনসাফ…
বয়স্ক মহিলাদের বা যুবতীদের গলায় সোনার চেন দেখলেই ছিঁড়ে নিমিষের মধ্যে চম্পট দিচ্ছিল দুষ্কৃতীরা। এই ঘটনা দেখে দুর্গাপুরে বাড়ছিল আতঙ্কও। বেশ কয়েকটা মাস কেটে যাওয়ার পরেও দুষ্কৃতীদের হদিস পেতে হিমশিম খেতে হচ্ছিল দুর্গাপুর থানার পুলিশকে। সিসিটিভি ফুটেজ আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করেও কেউই পড়েনি ধরা। শেষমেষ পুলিশের তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের একটি চক্র কাজ করছিল। উঠে আসে সোনার চেন ছিনতাইয়ের মাস্টারমাইন্ড ইনসাফ আনসারির নাম। ঝাড়খণ্ডের একাধিক থানায় যার নামে রয়েছে অপরাধ মূলক কাজের অভিযোগ। রবিবার রাতে ঝাড়খন্ড পুলিশের সহযোগিতায় ঝাড়খণ্ডের গিরিটি এলাকা থেকে ইনসাফ আনসারীকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। সোমবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ৮দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে কতজন রয়েছে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারেরও তদন্ত চালানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।