বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বর্ধমান মহিলা মহা প্রাক্তন অধ্যক্ষ সুকৃতি ঘোষাল দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মিছিল করে তিনি প্রচার করলেন, কবিগুরুতে সবজির দোকান থেকে মাছের দোকানের দোকানদার দের সাথে তিনি পরিচিতি করেন। পথ চলতি মানুষদের সাথেও তিনি পরিচিতি হলেন।