• Wed. Dec 25th, 2024

বামপন্থী নেতা নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে বামপন্থীদের প্রতিবাদ মিছিল।

BySS Bangla News

Feb 19, 2024

সন্দেশখালীতে মা-বোনদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে এবং বামপন্থী নেতা নীরপদ সরদারের নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিআই(এম) এর মিছিল বাঁকুড়া শহরে।

বাঁকুড়া শহর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে অশোক ব্যানার্জির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বাঁকুড়া শহরের মাছানতলা মোড় থেকে শুরু করে লালবাজার হয়ে পুনরায় মাচানতলায় শেষ‌ হয়ে সেখানেই বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। এই বিষয়ে অশোক ব্যানার্জি বলেন, শুধু পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষে সন্দেশখালিতে দীর্ঘ কয়েক বছর ধরে সেখানকার মহিলারা নতুন বধু হয়ে যারা আসে তাদেরকে তৃণমূলকে উপঢৌকন দিতে হয় তারপর তারা বাড়িতে ঢুকতে পারে। এইরকম একটা পরিস্থিতি সন্দেশখালিতে চলছিল শেখ শাহজাহান , শিবু এবং উত্তমের নেতৃত্বে। আজ মহিলারা যেভাবে প্রতিরোধে নেমেছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান, শিবু কোথায় সেই বিষয়ে নিশ্চুপ। আর যে শিবু ফেরার হয়ে গেছে সেই শিবুর এফ,আই,আর -এর মাধ্যমে এক্স এম এল এ, সিপিএম ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব নিরাপদ সরকারকে গ্রেফতার করা হয়েছে। যখন গ্রেফতার করা হয় তখন কোন ওয়ারেন্ট ছিল না। সারা ভারতবর্ষের মানুষের দাবি অবিলম্বে নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তি চাই এবং শিবু, শাজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সকলকে দমিয়ে রাখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ১৪৪ ধারা জারি করেছেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। ১৪৪ ধারা প্রত্যাহার এবং ইন্টারনেট পরিষেবা চালু করা এই দাবিতে বাঁকুড়া বাঁকুড়া শহর পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি করা হয়। আগামী দিনও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সম্পাদক অশোক ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন