বিজেপির বুথ সভাপতি কে তৃণমূল পার্টি অফিসে তুলে এনে ব্যাপক মারধর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের 11 নম্বর ওয়ার্ডের আমতলা মোড় তৃণমূল পার্টি অফিসে জানা গেছে শনিবার রাত্রে বিজেপির বুথ সভাপতি কে ডাকা হয় তারপর তাকে বেধড়ক মারধর করার অভিযোেগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপির মহিলাদের ব্যাপক হারে বিক্ষোভ দেখাতে দেখা গেল। ঘটনা প্রসঙ্গে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই বলেন পার্টি অফিসে কোন গন্ডগোল হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।